Vokta TV | ভোক্তা টিভি

About Us

ভোক্তা অধিকার সংরক্ষণ ও ভোক্তা অধিকার বিরোধী কার্য প্রতিরোধের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, নকল-ভেজাল প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ, ন্যায্য মূল্যে নিরাপদ, মানসম্মত পণ্য ও সেবা প্রাপ্তি নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছে এ অধিদপ্তর।

ভোক্তার অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা তৈরিতে, ভোক্তা অধিকার বিরোধী কার্য সম্পর্কে অবহিত করতে এবং ভোক্তার অধিকার লঙ্ঘিত হলে প্রতিকারের উপায় সম্পর্কে তথ্য প্রদানের লক্ষ্যে এ অধিদপ্তরের উদ্যোগে চালু হয় ‘ভোক্তা টিভি’ নামক (www.voktatv.com) স্ট্রিমিং প্লাটফর্ম। ভোক্তার স্বার্থ রক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে আমাদের এ যাত্রা অব্যাহত থাকবে।

ভোক্তা টিভি, ভোক্তার কথা বলে ।

Visit Us

Address:

১ কারওয়ান বাজার (টিসিবি ভবন - ৮ম তলা ), ঢাকা - ১২১৫

Join Our Newsletter

Subscribe to receive our latest updates in your inbox!